ছাগলে কি না বলে
রবিবারের সকাল। বাদামতলার গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছি। বাঁদিকের হ্যান্ডেলে ঝুলছে পান্তুয়ার হাঁড়ি। বাবার বন্ধুদের সাপ্তাহিক খাইখাই আসরে আমার স্বতঃস্ফূর্ত যোগান। রাসবাড়ি পার হয়ে, লালবাবা আশ্রমের গা ঘেঁষা সরু গলি দিয়ে বাঁক নিতেই চোখে পড়ল ছাগলটাকে। একটা পাঁচিলের ওপর দাঁড়িয়ে, নিবিষ্ট মনে পাশের দেওয়ালে সাঁটা একটি পোস্টার চিবুচ্ছে। অত্যন্ত বনেদী তার দাঁড়ানোর ভঙ্গিমা এবং পোস্টার খুঁটে খাবার স্টাইলেও বেশ একটা এটিকেট মাখানো আছে।
অকারন কৌতূহল হল। ব্রেক কষলাম। দেখলাম পোস্টারটি একটি বিশেষ দিগ্বিজয়ী রাজনৈতিক দলের। সাম্পোতিক ভোটে ভরসা পেয়ে, বাকিদের ফর্সা করে দেবার পোতিরসুতি দেবার পর পোচুর ফুত্তি যাদের মনে। অবাক হয়ে লক্ষ্য করলাম, ছাগলটি সেই পোস্টারের এক বিশেষ অংশেই মনোনিবেশ করেছে। দেখে বলব কি দাদা, গায়ে কাঁটা দিল। ছাগলেও জানে কাকে খেতে হয় আর কাকে বাঁচাতে। খেয়াল হল পকেটে ফোনটাও নেই যে একটা ছবি তুলে রাখব।
ছাগলের বিশেষ জ্ঞান এবং আমার অশেষ অজ্ঞতার বাইপোলারিটি ভুলে বাইসাইকেল গড়িয়ে চলল। গড্ডলিকা।
ছবির সৌজন্যঃ animalia-life.com
Comments