Posts

Showing posts with the label Gangotri

একটি অসংলগ্ন স্বগতোক্তি কিংবা মৃত্যু সংলাপ

Image
লেখকের মন্তব্যঃ  লেখাটি মে মাসের তথ্যকেন্দ্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। মাননীয় সম্পাদক মহাশয়ের অনুমতি নিয়েই এবার ব্লগে তুলে দিলাম। ২০১০ এ গঙ্গোত্রি হিমবাহে একটি অভিযান চলার সময় এক বিচিত্র দূর্ঘটনায় পড়ি আমি। হিমবাহের একেবারে শেষ প্রান্তে তখন আমার তাঁবু। প্রাণে বাঁচতে সেই ক্যাম্প থেকে যত তাড়াতাড়ি সম্ভব নীচে নেমে আসা ছাড়া পথ ছিল না। কিন্তু বাদ সাধছিল আমার শ্বাসযন্ত্র। অতি দ্রুত সে ভর্তি হয়ে আসছিল তরলে। প্রাণ বায়ুতে টান পড়ছিল। আমার এবং আমার সহযাত্রীর ধারনা হয়েছিল ব্যাপারটার পোশাকি নাম ‘পালমনারি ইডিমা’। কিন্তু পরে, কলকাতায় চিকিৎসাধীন হবার পর জানা যায় সমস্যাটির আসল স্বরূপ এবং অগ্রজপ্রতিম ডঃ রূপক ভট্টাচার্যের ‘হস্তক্ষেপে’ (আক্ষরিক অর্থেই) সে যাত্রা প্রাণ বাঁচে। জানা যায় ফুসফুসে নিছক জল জমা নয়, আমার হয়েছিল ‘হাইডাটিড সিস্ট’। তবে নিশ্চিন্ত থাকুন, সেই রোগের দুর্ভোগের বিশেষ বিবরণ এখানে আজ আপনাদের শোনাব না। হিমবাহের সেই ক্যাম্প থেকে গঙ্গোত্রীর আপাত নিরাপত্তায় পৌঁছতে আমার লেগেছিল মোট ছ’দিন। এখানে তার কয়েক ঘণ্টার একটি ছবি তুলে ধরার চেষ্টা করলাম।কিছুটা পুরনো কাসুন্দি হলেও মৃত্যুর ঝাঁঝ এখনও কমেন

Prologue to Africa: Part I

Image
Escape to Gangotri: the long six days In June 2010 I was supposed to be dead. I was deep inside the upper reaches of the Gangotri glacier when that incident took place. It so happens that I had two cysts in my right lung. They grew inside me without my knowledge of course, over the years, to the size and shape of tennis balls. They are called hydatid cysts, kind of a tapeworm ( echynococcus granulosus ) infection one can get either from dogs or from sheep. I may have got them from eating ( or should I say ‘tasting’ because I only had a tiny bit out of sheer curiosity) raw sheep liver in the base camp of Mount Kamet back in 2005. It amazes me to this day that with these growing cysts in my lung I had participated in many high altitude mountaineering expeditions over 6000m to major summits and even raced on Mt Elbrus (20 trips between 2005 June and 2010 June to be precise)! Should this incident have happened in one of those extreme conditions I sure stood less chance of survival! G