Posts

Showing posts from March, 2020

Brejiler Bicchu

Image
ব্রেজিলের বিচ্ছু হুয়ারাজের সেই সেভিচেরিয়া , ছবিঃ লেখক ২০১৮। আন্দিজ পর্বতমালার যে অংশ পড়েছে পেরুর ভাগ্যে, সেই পাহাড় শ্রেণীর নাম ‘কোর্দিয়েরা ব্লাঙ্কা’। সেখানে যেমন রয়েছে অপূর্ব সুন্দর কিছু শৃঙ্গ, তেমনই রয়েছে পর্বতারোহনের অন্যতম দূর্গম কয়েকটি চ্যালেঞ্জ। ইতালিয়ান অ্যাল্পাইন ক্লাবের আমন্ত্রণে, কোর্দিয়েরা ব্লাঙ্কা-র কঠিনতম ‘উয়ানসান’ শৃঙ্গে অভিযান শেষে আমি একলা পথ ধরেছিলাম। প্রায় একমাস ধরে, আমরা কয়েকজন পর্বতারোহী, উয়ানসানকে ক্লাইম্ব করার লক্ষ্যে স্থির থেকে লড়াই চালানোর পর বুঝতে পেরেছিলাম কেন তাকে ‘আন্দিজের কে-টু’ বলা হয়। পাহাড়ের চুড়ায় উঠে দাঁড়াতে না পারার কোন আক্ষেপ ছিল না। বরং ছিল, এক স্বাবলম্বী ক্লাইম্বের বিশুদ্ধ আনন্দ। বেসক্যাম্পে আমার ইতালিয় এবং কেচুয়া বন্ধুদের বিদায় জানিয়ে, পিঠে নিজের রুকস্যাক তুলে হাঁটা দিয়েছিলাম। উদ্দেশ্য, হাতে যেটুকু সময় বেঁচে ছিল তা কাজে লাগিয়ে পেরু দেশটাকে একটু দেখে নেওয়া।  উয়ানসান বেস ক্যাম্প থেকে ফেরার পথে কেচুয়া ঠাম্মা। দেশ দেখা শুরু। তার আগে অবধি পাহাড় চড়া চলছিল।  প্রথমে একটা লম্বা হাঁটা, তারপর কিছুটা হিচ-হাইক করে দিনের শেষে পৌঁ...

Tagar Pishir Metaphysics

Image
টগরপিসির মেটাফিজিক্স অনিন্দ্য মুখোপাধ্যায় ১ হাওড়ায় আমাদের একটা বাড়ি ছিল । এখন সেই বাড়ি আর নেই , তবে , শৈশবের সেই পাড়ার গলিঘুঁজি এখনও আমার স্পষ্ট মনে আছে । একসময় সেই বাড়ির মূল আকর্ষণ ছিল গঙ্গার ধার ধরে ছবির মত সুন্দর এক পায়ে চলা পথ । ছোটবেলার কত যে দুরন্ত দুপুর আর বিকেল , স্মৃতির ধুলো হয়ে ছড়িয়ে ছিল এই পথে , তার ইয়ত্তা নেই । সম্প্রতি , প্রায় তিরিশ বছর পরে , এক অদ্ভুত কারণে আবার একবার যেতে হয়েছিল শৈশবের সেই পাড়ায় । ইদানীং , আমাদের ছোটবেলার বন্ধুদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে । সেখানেই খবরটা প্রথম পেয়েছিলাম , সম্ভবত কেষ্টাই লিখেছিল । খবরটা ছিল এইরকম - ‘ গোপলা সন্ন্যাসী হয়ে গেছে । প্রায় একযুগ হিমালয়ের কোনও একটা গুহায় তপস্যা করার পর, সে নাকি কোনও এক দৈবাদেশ পেয়ে, হরিদ্বারে এক বিরাট আশ্রম তৈরি করেছে । দূরদূরান্ত থেকে লোকজন আসছে ওর পায়ের ধুলো নিতে । গোপলাকে ‘ দর্শন ’ করার জন্য এত ভিড় হচ্ছে যে প্রত্যেক ভক্তকে মাত্র তিনটি করে শব্দ বলার অনুমতি দিতে বাধ্য হচ্ছে গোপলার মন্ত্রশিষ্যেরা । বৈদিক পদ্ধতির কোনও এক উচ্চাঙ্গ অংক কষে , সেই মন্ত্রশিষ্যেরা নাকি জানতে পের...