ভোলা ভালা ভারতীয়

আজ সকালের ঘটনা। বেলুড়মঠ লোকালে হাওড়া। তারপর লঞ্চ পার হয়ে শিপিং ঘাটে নেমেছি। ডেলি প্যাসেঞ্জারের হেবি ঠ্যালা খেয়ে একটু সাইড হয়ে জেটিতে দাঁড়িয়ে পড়েছি। ভিড়টা একটু কমলে যাব। এমন সময় আমার পিছন থেকে এক যুবক বলে উঠল ঐ দ্যাখ, স্পিড বোট। যুবকের বন্ধু বেশ স্মার্ট। বোটের গায়ে লেখাটা দেখিয়ে বলল, ঐ ঘরটা দেখছিস? ওখানে ডান্সাররা থাকে বুঝলি? বন্ধু হাঁ করে একবার স্টিলের নেমপ্লেট আর একবার কালো কাঁচের দরজা দেখতে লাগল। যদি এক আধজন ডান্সার হঠাৎ  দরজা ঠেলে বেরিয়ে আসে, এই আশায়। আমিও হাঁ করে যুবক দুজনকে দেখতে লাগলাম। যদি ওদের চুলের ফাঁক দিয়ে একজোড়া শিং দেখা যায়, এই আশায়।

Comments

Popular posts from this blog

Across The Sahara on a Bicycle

Trans Africa on a bicycle: solo: a tribute to H.W.Tilman

To the Mountains of the Moon: A Journey from Fiction to Facts