Posts

Showing posts from January, 2016

Remembering Amiya Mukhopadhyay- A post in Bengali

Image
লোকটিকে কেউ বলতেন  অরণ্যদেব । আবার কেউ বলতেন হ্যাট পরলেই অবিকল গ্রেগরি পেক ।  আজ মনে হয়,  এসবই   ছিল এক অসম্ভব মজবুত গড়নের সুগঠিত মানুষকে বর্ননা দেবার একটা ঢিলেঢালা প্রয়াস । এই নামকরণ ছিল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের মতই ঢিলেঢালা , গা - ছাড়া , ক্যাসুয়াল , সুপারফিশিয়াল,    আন্তরিক নয় । নামকরণের উদাহরণ গুলোও বেশ লক্ষ্য করার মত । একজন ফ্যান্টাসি কমিক বুক চরিত্র ‘অরণ্যদেব ’ এবং অন্যজন হলিউডের তারকা ‘ গ্রেগরি পেক ’ । এক কথায় দুজনই নাগালের বাইরে । তাদের সঙ্গে তুলনা করা হল এক বঙ্গসন্তানের । স্বভাবতই প্রশ্ন জাগে এমনটা কেন হল ? আসলে আমাদের মত অ্যাভারেজ হাইট বাঙালির ভিড়ে একটু পৃথক যারাই হয় তাদের চট করে একটা তকমা পরিয়ে দেওয়া হয় । এই অভ্যাস নতুন নয় । নামকরণে সিদ্ধহস্ত আমরা । নামকরণ , পূজা প্রকরণ , নৈবেদ্য , চার ফোঁটা গঙ্গার জল , ঘেঁটু পূজা , সত্যনারায়ণের সিন্নি এবং মাঝেমধ্যেই রবীন্দ্রনাথ - বিবেকানন্দ - মার্ক্সের দোহাই । এই তো আমাদের বিস্তার ! সেই বাঙাল...