Saturday, September 26, 2020

লকডাউন স্বগতোক্তি ৩- খিক খিক এবং দীর্ঘশ্বাস



প্রয়োজন পড়লে নিজেকে আবিষ্কার এবং পুনরাবিষ্কার করতে হয় এমন কথা একজন কবি লিখেছিলেন। লেখার সময় কবি আকণ্ঠ রেড ওয়াইন পান করেছিলেন সম্ভবত। বেশীর ভাগ কবিতা পাঠের আসরে ওনাকে সেভাবেই দেখা যেত। তাই বলি, বেশ করেছিলেন। ঠিক করেছিলেন। ওনার রেড ওয়াইন উনি গিলেছিলেন। কিন্তু আবিষ্কার পুনরাবিষ্কার ইত্যাদি বিএস না লিখলেই পারতেন। কারণ, সেই কবে থেকে আমিও আবিষ্কার-পুনরাবিষ্কারের খেলা খেলছি। রেড ওয়াইন ছাড়াই খেলছি। তবু হিসেব মিলছে না। তাহলে কি আমার কাছে রেড ওয়াইন নেই বলেই মিলছে না?  খিক খিক এবং দীর্ঘশ্বাস। 



Discovering Ladakh’s Uncharted Petroglyphs : A Short Note

  Whispers on Stone: Discovering Ladakh’s Uncharted Petroglyphs We were trudging down a dusty trail by the frozen stream near the little v...