Posts

Showing posts from July, 2020

Ganga Theke Chinsha- A PDF Book in Bengali

Image
গঙ্গা থেকে চিনশা- অবশেষে একটি পিডিফ বই  ২০১৫ সালে চীনের ইউনান প্রদেশে গিয়ে চিনশা নদীর দ্বিতীয় ১৮০ ডিগ্রীর বাঁকে লুকিয়ে থাকা এক পর্বতমালার খোঁজ নিয়ে একসময় যে লেখালিখি করেছিলাম সেটাকে একজোট করে একটা পিডিএফ বইয়ের আকার দেওয়া হল অবশেষে। অনেক ছবি এবং ম্যাপ সহযোগে এই বই ডিজাইন করেছেন সৌরভ নন্দী। বইটির আত্মপ্রকাশের নেপথ্যে রয়েছেন অভিজিৎ সুকুল এবং ইয়েতি অ্যাডভেঞ্চার্স।   দাম মাত্র ১০০ টাকা। নীচের লিংকে গিয়ে বইটি প্রি-অর্ডার করা যাবে। এখন প্রি-অর্ডার করলে আগামী ১ আগস্ট, ২০২০, সকলকে বইটি ইমেল করে পাঠিয়ে দেওয়া হবে। বইটি প্রি-অর্ডার করার লিংক